দুপচাঁচিয়া বড়নিলাহালী বেড়াগ্রাম কলেজের গেট নির্মান কাজের উদ্বোধন | Daily Chandni Bazar দুপচাঁচিয়া বড়নিলাহালী বেড়াগ্রাম কলেজের গেট নির্মান কাজের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:২১
দুপচাঁচিয়া বড়নিলাহালী বেড়াগ্রাম কলেজের গেট নির্মান কাজের উদ্বোধন
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়া বড়নিলাহালী বেড়াগ্রাম কলেজের গেট নির্মান কাজের উদ্বোধন

দুপচাঁচিয়া বড়নিলাহালী বেড়াগ্রাম কলেজের গেট নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গত ১৮ফেব্রুয়ারি শুক্রবার সকালে আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার এ নির্মান কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, আ’লীগ নেতা আইন উদ্দিন, জাপা নেতা দুলু তালুকদার,প্রভাষক সেকেন্দার আলী, মোসাদিকুর, সাইদুর রহমান, কাওছার আজম, গোলাম রব্বানী, ফরহাদ আলী, রুহুল আমিন, অফিস সহকারী জাহাঙ্গীর আলম প্রমুখ। জেলা পরিষদের অর্থায়নে ৩লাখ টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এদিন সংসদ সদস্য কলেজ পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন