বগুড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত | Daily Chandni Bazar বগুড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৩৫
বগুড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত
অনলাইন ডেস্ক

বগুড়ায় বাসের ধাক্কায় 
অটোচালক নিহত

বগুড়া শহরের গোদারপাড়ায় দূরপাল্লার অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোস্তফা রহমান মোস্তা (৪৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে শহরের চারমাথা গোদারপাড়ায় দুর্ঘটনায় নিহত মোস্তফা জেলার কাহালু উপজেলার পাইকড় এলাকার সোলাইমানের পুত্র। 

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, ভোররাতে কোন এক অজ্ঞাত পরিবহন মোস্তফার অটোতে ধাক্কা ছিটকে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করালে সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন