ধুনটে ওসির লাগানো সাইনবোর্ডের নাম্বারে ফোন করলেই মিলবে সেবা | Daily Chandni Bazar ধুনটে ওসির লাগানো সাইনবোর্ডের নাম্বারে ফোন করলেই মিলবে সেবা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:০১
ধুনটে ওসির লাগানো সাইনবোর্ডের নাম্বারে ফোন করলেই মিলবে সেবা
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে ওসির লাগানো সাইনবোর্ডের নাম্বারে
 ফোন করলেই মিলবে সেবা

আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ বাহিনীর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যক্তিক্রম উদ্যোগ নিয়েছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা। যে কোন সময়, যে কোন জায়গায় তাৎক্ষনিক পুলিশের সেবা পেতে বিভিন্ন সড়কের জনগুরুত্বপূর্ণ পয়েন্টে ধুনট থানা পুলিশের ফোন নাম্বার সম্বলিত সাইবোর্ড লাগিয়ে এমন ব্যক্তিক্রম উদ্যোগ গ্রহন করেছেন ওসি কৃপা সিন্ধু বালা।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) রাতে ধুনট হুকুম আলী বাসস্ট্যান্ড, নলডাঙ্গা মোড়, ধুনট বাজার, এলাঙ্গী বাজার, ধুনট চারতলা পট্টি সহ বিভিন্ন সড়কে তিনি এসব সাইনবোর্ড লাগান।

‘দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগান সম্বলিত সাইবোর্ডে ধুনট থানা পুলিশের ডিউটি অফিসারের ফোন নাম্বার ০১৩২০-১২৬৮৩০ এবং সরকারি জরুরী সেবা ৯৯৯ নাম্বার রয়েছে। এসব নাম্বারে ফোন করলেই তাৎক্ষনিক মিলবে ধুনট থানা পুলিশের জরুরী সেবা। 

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, জনসাধারণের দোরগোড়ায় পুলিশ বাহিনীর সেবা পৌঁছে দিতে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়কে ধুনট থানা পুলিশের পক্ষে সাইবোর্ড লাগানো হচ্ছে। এসব সাইনবোর্ডে লেখা ফোন নাম্বারে যে কোন সময় ফোন করলেই পুলিশ তাৎক্ষনিক ছুটে যাবে। তাই আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনা সৃষ্টির লক্ষ্যেই এসব সাইনবোর্ড লাগানো হচ্ছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন