কর্ণাটক হিজাব বিতর্ক: বিচারককে নিয়ে টুইট করায় অভিনেতা আটক | Daily Chandni Bazar কর্ণাটক হিজাব বিতর্ক: বিচারককে নিয়ে টুইট করায় অভিনেতা আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৩৮
কর্ণাটক হিজাব বিতর্ক: বিচারককে নিয়ে টুইট করায় অভিনেতা আটক
অনলাইন ডেস্ক

কর্ণাটক হিজাব বিতর্ক: বিচারককে নিয়ে টুইট করায় অভিনেতা আটক

ভারতে হিজাব বিতর্ক নিয়ে অন্তবর্তী আদেশ জারি করেছেন কর্ণাটকের উচ্চ আদালত। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত আপাতত স্কুল-কলেজে হিজাব পরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে টুইটারে মন্তব্য করায় এবার আটক হয়েছেন কন্নড় অভিনেতা চেতন কুমার আহিমসা।

জানা গেছে, বেঙ্গালুরুর পুলিশের হাতে আটক হয়েছেন এই কন্নড় সিনেমার অভিনেতা ও অধিকারকর্মী।

ভারতীয় পুলিশের কেন্দ্রীয় বিভাগের উপ-কমিশনার এম এন অনুচেথ এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সেশাদৃপুরাম থানায় আইপিসির ৫০৫(২) ও ৫০৪ ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

অভিনেতা চেতন কুমারের বিরুদ্ধে অভিযোগ, তিনি উচ্চ আদালতের বিচারক, যার আদালতে হিজাব বিতর্ক নিয়ে শুনানি চলছে, তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

হিজাব নিয়ে মধ্যপ্রদেশ ও পুদুচেরিতেও দেখা দিয়েছে তর্ক-বিতর্ক। এছাড়া বেঙ্গালুরুর স্কুল কলেজে ১৪৪ ধারা বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করার নির্দেশ দিয়েছেন কর্ণাটক হাই কোর্ট।

গত ৮ ফেব্রুয়ারি থেকে মাণ্ড্যর প্রি-ইউনিভার্সিটি কলেজে উগ্র হিন্দুত্ববাদীদের সঙ্গে মুসকান খানের মুখোমুখি হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনার ঝড় ওঠে। হিজাবের পক্ষে বিক্ষোভ হয়েছে দেশটির একাধিক রাজ্যে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।

সূত্র: এনডিটিভি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন