‘রেড হার্ট’ ইমোজি পাঠালে যেতে হবে জেলে | Daily Chandni Bazar ‘রেড হার্ট’ ইমোজি পাঠালে যেতে হবে জেলে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৪০
‘রেড হার্ট’ ইমোজি পাঠালে যেতে হবে জেলে
অনলাইন ডেস্ক

‘রেড হার্ট’ ইমোজি পাঠালে যেতে হবে জেলে

সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপের ব্যবহার বাড়ছে দিন দিন। তবে হোয়াটস অ্যাপ বা অন্য কোনো অ্যাপ ব্যবহার করেন না কেন, সচেতন হতে হবে সবাইকে। নইলে যেতে হবে জেলে, গুণতে হবে জরিমানা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে বিধিনিষেধের পাশাপাশি শাস্তির ব্যবস্থাও রয়েছে বিভিন্ন দেশে।

এবার সৌদি আরবে জানা গেলো হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা কাউকে ‘রেড হার্ট’ ইমোজি পাঠালে পেতে হবে শাস্তি। জেলে যাওয়ার পাশাপাশি, গুণতে হবে জরিমানা।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো অনৈতিক বার্তা পাঠানো ব্যক্তির যদি দোষ প্রমাণিত হয় তবে তার দুই থেকে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। শুধু তাই নয় গুণতে হবে জরিমানাও। সৌদি আরবের হিসাবে তা হচ্ছে এক লাখ রিয়াল।

সৌদির একটি স্থানীয় সংবাদপত্র বলছে, সৌদি আরবের অ্যান্টি-ফ্রড এসোসিয়েশনের সদস্য আল মোয়াতাজ কুতুব বলেন, অনলাইনে হোয়াটস অ্যাপে ‘রেড হার্টস’ কিংবা এ ধরনের কোনো বার্তা পাঠিয়ে উত্ত্যক্ত করলে বা কাউকে ক্ষতিগ্রস্ত করলে তা অপরাধ হিসেবে ধরা হবে এবং সে অনুযায়ী শাস্তি হবে।

সূত্র: গালফ নিউজ

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন