মা-বাবা ফেলে গেছেন, দুই ভাই কাঁদছিল রাস্তায় | Daily Chandni Bazar মা-বাবা ফেলে গেছেন, দুই ভাই কাঁদছিল রাস্তায় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৫০
মা-বাবা ফেলে গেছেন, দুই ভাই কাঁদছিল রাস্তায়
অনলাইন ডেস্ক

মা-বাবা ফেলে গেছেন, দুই ভাই কাঁদছিল রাস্তায়

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিল থানাধীন খেজুর গাছ গলিতে শাহিন (৫ বছর) ও শাকিল (১ বছর) নামের দুই ভাইকে কাঁদতে দেখে স্থানীয়রা হাতিরঝিল থানা পুলিশকে খবর দেয়। দুই ভাইকে থানা হেফাজতে নেওয়ার পর জানা যায়, তাদের বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র আলাদা থাকেন। তাদের মা-ও দুই ছেলেকে রেখে চলে গেছেন অন্য কোথাও।

উদ্ধারের পর রাতেই শারীরিকভাবে শিশুরা অসুস্থ থাকায় হাতিরঝিল থানা পুলিশের তত্ত্বাবধানে দুজনেরই চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর রাতে তাদের মা-বাবাকে খুঁজতে থাকে হাতিরঝিল থানা পুলিশের টিম। একপর্যায়ে শাহিন ও শাকিলের মা-বাবাকে খুঁজে পায় হাতিরঝিল থানা পুলিশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পূর্ব নয়াটোলা এলাকায় তাদের মা বুলু বেগম ও রাত ২টা ৪০ মিনিটের দিকে মগবাজার এলাকায় বাবা মাসুদের সন্ধান পায় হাতিরঝিল থানা পুলিশ।

পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে অঙ্গীকার করে থানা পুলিশের কাছে। রাতেই হাতিরঝিল থানার একটি টহল গাড়িতে করে শাহিন, শাকিল ও তাদের মা-বাবাকে তাদের বাসায় পাঠানো হয়।

ডিসি বিপ্লব কুমার সরকার আরও বলেন, সর্বোচ্চ দ্রুততার সঙ্গে শাহিন ও শাকিলের মা-বাবাকে খুঁজে বের করে দুই ভাইকে হস্তান্তরপূর্বক তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন