
দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে ও পরিষদের সচিব সোহেল রানার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সদস্য হাজেরা বিবি, নাসরিন বেগম, খাতিজা বেগম, সাধারণ সদস্য ইউসুফ আলী প্রাং, আব্দুর রাজ্জাক সাকিদার, বাবু সরদার, ফিরোজ আহমেদ, আলমগীর হোসেন মন্ডল, সোহেল মাহমুদ, আব্দুর রাজ্জাক প্রাং, সিরাজুল ইসলাম, ইউনুছ আলী প্রমুখ। এসময় পরিষদের কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সংরক্ষিত ও সাধারণ সদস্যদের সাথে নিয়ে সদর ইউনিয়নের অবহেলিত জনগোষ্ঠি ও এলাকার উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন