দুপচাঁচিয়ার গুনাহার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ | Daily Chandni Bazar দুপচাঁচিয়ার গুনাহার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০০:০০
দুপচাঁচিয়ার গুনাহার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ার গুনাহার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের নূর মোহাম্মাদ আবু তাহের গতকাল বুধবার সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা সাবেক চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, এএইচএম নুরুল ইসলাম খান হিরু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান, জনকল্যাণ ট্রাস্ট বগুড়ার চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, নবনির্বাচিত চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, নবনির্বাচিত ইউপি সদস্য মনোয়ার হোসেন চৌধুরী লিখন প্রমুখ। আলোচনা সভার পূর্বে সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক নবনির্বাচিত চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহেরের নিকট সকল দায়িত্ব হস্তান্তর করেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন