বগুড়ায় মুজিব জন্মশতবর্ষে শত সংস্কৃতজনকে সংবর্ধনা আজ | Daily Chandni Bazar বগুড়ায় মুজিব জন্মশতবর্ষে শত সংস্কৃতজনকে সংবর্ধনা আজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০০:১৩
বগুড়ায় মুজিব জন্মশতবর্ষে শত সংস্কৃতজনকে সংবর্ধনা আজ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় মুজিব জন্মশতবর্ষে শত 
সংস্কৃতজনকে সংবর্ধনা আজ

বগুড়ায় মুজিব জন্মশতবর্ষে শত সংস্কৃতজনকে সংবর্ধনা প্রদান করা হবে আজ। বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা পরিষদ মিলনায়তনে বগুড়ার তরুণ ও প্রবীণ সংস্কৃতজনকে এই সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় পবে আবৃত্তি পরিবেশন করবেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক ড. শাহাদৎ হোসেন নিপু। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাঙালি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। 

আয়োজক কমিটির অধিকর্তা সেলিম রেজা সেন্টু জানান, অনুষ্ঠানটি বাঙালি সংস্কৃতি সংসদের সহযোগিতায় আয়োজন করেছে প্রাকৃতজন ও অ আ ক খ নামের নাটকের দল।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন