বগুড়া বইমেলায় শিশুদের বিভিন্ন মজার বই বিক্রি হচ্ছে বেশি | Daily Chandni Bazar বগুড়া বইমেলায় শিশুদের বিভিন্ন মজার বই বিক্রি হচ্ছে বেশি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০০:১৫
বগুড়া বইমেলায় শিশুদের বিভিন্ন মজার বই বিক্রি হচ্ছে বেশি
ষ্টাফ রিপোর্টার

বগুড়া বইমেলায় শিশুদের বিভিন্ন মজার বই বিক্রি হচ্ছে বেশি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বইমেলায় শিশুদের বিভিন্ন মজার বই বিক্রি হচ্ছে বেশি। মজার বই কিনতে শিশুরায় ভিড় করছে। বইমেলার সব স্টলেই সকাল থেকে রাত পর্যন্ত শিশুদের বই কিনতে দেখা যাচ্ছে। এই স্টল সেই স্টল ঘুরে ঘুরে মজার সব ছড়া, গল্পের বই কিনতে দেখা গেছে।

এবার বগুড়া শহীদ মিনার প্রাঙ্গনকে ঘিরে বইমেলায় ৬০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে ঢাকা-বগুড়ার বিভিন্ন প্রকাশনীর নিত্য নতুন বই পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইন বুক সপও আছে। চাহিদামত নতুন বই বা পছন্দের বই পাওয়া যাবে খুব সহজে। বইমেলায় প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সঙ্গিত, নাটক, আবৃত্তি পরিবেশন করছেন। বুধবার বগুড়া বইমেলায় শিশুদের পদচারণা ছিল সবচেয়ে বেশি। বিভিন্ন স্টল ঘুরে শিশু কিশোররা তাদের পছন্দের বই কিনেছে। সঙ্গে অভিভাবকরা ছিল পছন্দের বই কেনার তালিকায়। 
বগুড়া বইমেলার ৪র্থ দিনে আলোচক ছিলেন, বগুড়া নজরুল পরিষদের সভাপতি এড. মনতজোর রহমান মন্টু ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এসএম মিল্লাত হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোটের সহ সভাপতি আতিকুর রহমান মিঠু। ২৩ ফেব্রুয়ারি বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বগুড়া বাউল গোষ্ঠি, উচ্চারণ একাডেমি, বিহঙ্গ আবৃত্তি পরিষদ, প্রকাশ শৈলী, সুরসারগাম ও অপরাজিত। শুরুতে অনুষ্ঠানের সূচনা করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন