
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বইমেলা জমে উঠেছে। বগুড়ার লেখকদের নতুন নতুন বই আসতে শুরু করেছে। নতুন বইয়ের সমাহার আরো বেড়েছে।
শুক্রবার দুটি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। মতিয়ার রহমান এর ভারত ভ্রমণকথা বইটির মোড়ক উন্মোচন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী ও সাহাব উদ্দিন হিজল এর আলোর পেছনে ছায়ার রং গল্পগ্রন্থ বইটির মোড়ক উন্মোচন করেন কবি মতিয়ার রহমান। বৃহস্পতিবার একতারা লিটল ম্যাগের মোড়ক উন্মেচন করেন জোটের সভাপডিত তৌফিক হাসান ময়না। মুহম্মদ শহীদুল্লাহ এর চার কবি অন্যদেশ অন্য কবিতা কবিতা বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি মতিয়ার রহমান। সাহিত্য প্রাঙ্গন কবিতাপত্রের মোড়ক উন্মোচন করেন সৈয়দ বুলান্দ আখতার।
এবার বগুড়া শহীদ মিনার প্রাঙ্গনকে ঘিরে বইমেলায় ৬০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে ঢাকা-বগুড়ার বিভিন্ন প্রকাশনীর নিত্য নতুন বই পাওয়া যাচ্ছে। বইমেলায় প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সঙ্গিত, নাটক, আবৃত্তি পরিবেশন করছেন। বুধবার বগুড়া বইমেলায় শিশুদের পদচারণা ছিল সবচেয়ে বেশি। বিভিন্ন স্টল ঘুরে শিশু কিশোররা তাদের পছন্দের বই কিনেছে। সঙ্গে অভিভাবকরা ছিল পছন্দের বই কেনার তালিকায়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন