ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার | Daily Chandni Bazar ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৫৬
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার
অনলাইন ডেস্ক

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স এবং বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে ওই শহরের নাম মেলিটপল। বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালানোর পর প্রথমবারের মতো রাশিয়া দেশটির একটি উল্লেখযোগ্য জনবহুল শহর দখলের দাবি করেছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় অবস্থিত দেশটির গুরুত্বপূর্ণ মেরিউপোল বন্দরের কাছে অবস্থিত মাঝারি আকারের এই শহরটি। মেলিটপল শহরে বর্তমানে প্রায় দেড় লাখ মানুষ বসবাস করছে।

এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া। তবে সেখানে ইউক্রেনের সেনাদের শক্তিশালী প্রতিরোধের মুখে পড়েছে রুশ সেনারা। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তারা বেশ কয়েকটি হামলার বিরুদ্ধে লড়াই করছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, একটি প্রধান শহরে তাদের ঘাঁটির কাছে রাশিয়ান বাহিনীকে প্রতিহত করতে সক্ষম হয়েছে একটি সেনা ইউনিট।

এদিকে রাশিয়ার বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, মেলিটপল শহর দখলের সময় রুশ সেনারা কোনো ধরনের প্রতিরোধের মুখোমুখি হয়নি। বরং সেখানকার বাসিন্দারা রুশ সেনাদের স্বাগত জানিয়েছে। অনেক বয়স্ক নাগরিককে রাস্তায় লাল পতাকাও ওড়াতে দেখা গেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন