দুপচাঁচিয়ায় পুলিশী অভিযানে ৭ জুয়াড়ু সহ গ্রেপ্তার ৯ | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় পুলিশী অভিযানে ৭ জুয়াড়ু সহ গ্রেপ্তার ৯ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০০:০৪
দুপচাঁচিয়ায় পুলিশী অভিযানে ৭ জুয়াড়ু সহ গ্রেপ্তার ৯
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় পুলিশী অভিযানে ৭ জুয়াড়ু সহ গ্রেপ্তার ৯

দুপচাঁচিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৭জুয়াড়ুকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে পৌর এলাকার সরদারপাড়া মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দুপচাঁচিয়া পৌর এলাকার সরদাপাড়া মহল্লার শামছুল মোল্লার ছেলে আকরাম মোল্লা(৩৫), একই মহল্লার গনি প্রাং এর ছেলে বাদশা প্রাং(৫০), সেফু প্রাং এর ছেলে মকদুল ওরফে মল্যা(৫৪), নূর ইসলাম বুদার ছেলে আলম(২০), শামছুল মোল্লার ছেলে শামিম মোল্লা(২৮), নাসির উদ্দিনের ছেলে দিলবর হোসেন(২৮) ও মহিদুল ইসলামের ছেলে শিমুল সরদার মালু(৩২)। এছাড়া একই রাতে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টের আসামী উপজেলার মতুর্জাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আবু কালাম ও ধারশুন গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী রেখা বেগমকে গ্রেপ্তার করেছে। 
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ৭জুয়াড়ু ও ওয়ারেন্টমুলে ২জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন