বগুড়ায় গণটিকা প্রদানে মানুষের উপচে পড়া ভিড় | Daily Chandni Bazar বগুড়ায় গণটিকা প্রদানে মানুষের উপচে পড়া ভিড় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০০:১৬
বগুড়ায় গণটিকা প্রদানে মানুষের উপচে পড়া ভিড়
অনলাইন ডেস্ক

বগুড়ায় গণটিকা প্রদানে 
মানুষের উপচে পড়া ভিড়

বগুড়ায় গণটিকাদানে ছিল উপচে পড়া ভিড়। সকাল থেকেই টিকাদান কেন্দ্রগুলোতে শিক্ষার্থীসহ নারী ও পুরুষের ব্যাপক ভীড় দেখা যায়। ভিড় সামলতে বেশিরভাগ স্থানেই পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। 

শনিবার সকালে শহরের চারমাথা কেন্দ্রিয় বাস টার্মিনালে গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে গণটিকাদান কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকল্পনা কর্মকর্তা  ডা. সামির হোসেন মিশু। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তী বিপিএম, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সমর কুমার পাল, উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক,  ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল।
২৬ ফেব্রুয়ারীর শনিবার দুপুরে বগুড়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম জানান, বগুড়া জেলায় ৩ লাখ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। জেলার ১২ টি উপজেলায় ১৪ টি স্থায়ী, ৩৬৬ টি অস্থায়ী ও ১ টি মোবাইল টিম কর্মসূচি সফল করতে কাজ করছে। তিনি জানান, স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী কর্মসূচি সফল করতে কাজ করে যাচ্ছে। জেলার সকল ইউনিয়ন এবং পৌরসভার পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে টিকা দেয়া হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন