বগুড়া নান্দনিক নাট্যদলের নাটক টকশো মঞ্চস্থ | Daily Chandni Bazar বগুড়া নান্দনিক নাট্যদলের নাটক টকশো মঞ্চস্থ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০০:১৮
বগুড়া নান্দনিক নাট্যদলের নাটক টকশো মঞ্চস্থ
এইচ আলিম, বগুড়া

বগুড়া নান্দনিক নাট্যদলের 
নাটক টকশো মঞ্চস্থ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বইমেলায় বগুড়া নান্দনিক নাট্যদলের নাটক ‘টকশো’ মঞ্চস্থ হয়েছে। শুক্রবার রাতে বগুড়া শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত নাটকের নির্দেশনা প্রদান করেন খলিলুর রহমান চৌধুরী। অভিনয় করেন বরকত হোসেন, রবিউল আলম অশ্রু, খলিলুর রহমান চৌধুরী, জহুরুল হক। এসময় নান্দনিক নাট্যদলের সভাপতি তাপস কুমার নিয়োগীসহ জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন