কয়েলের আগুনে ৭ ঘর ভস্মীভূত, মারা গেলো ৩ গরু | Daily Chandni Bazar কয়েলের আগুনে ৭ ঘর ভস্মীভূত, মারা গেলো ৩ গরু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:২৮
কয়েলের আগুনে ৭ ঘর ভস্মীভূত, মারা গেলো ৩ গরু
অনলাইন ডেস্ক

কয়েলের আগুনে ৭ ঘর ভস্মীভূত, মারা গেলো ৩ গরু

সিরাজগঞ্জের সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে সাতটি ঘর ভস্মীভূত হয়েছে। এসময় আগুনে পুড়ে তিনটি গরু মারা গেছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে সদর উপজেলার ভাটপিয়ারী বিল এড়িল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাতে গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন দেরহাজ আলীর পরিবারের লোকজন। কয়েলের আগুন থেকে প্রথমে গোয়ালঘরে, পরে শোবার ঘরে আগুন লাগে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের বাড়িসহ সাতটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনে পুড়ে দেরহাজের দুটি ও বাট্টুর একটি গরু মারা মারা যায়। এসময় আরও দুটি গরু আগুনে ঝলসে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ক্ষতিগ্রস্ত দেরহাজ আলী বলেন, ‘রাতে গোয়ালঘরে মশার কয়েল দিয়ে সবাই ঘুমিয়ে পড়ি। গভীর রাতে আগুনের তাপে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি দুটি গরুসহ গোয়ালঘর পুরে ছাই।’

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি বলে তিনি জানান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন