
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বইমেলা সোমবার শেষ হচ্ছে। আনুষ্ঠানিকভাবে পুন্ড্র পদক প্রদানের মধ্যে দিয়ে এবারের বইমেলা শেষ হচ্ছে। শেষ দিনে প্রধান অতিথি হিসেবে থাকছেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে থাকছেন বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন।
শেষ দিনে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শওকত হায়াত খান ও বগুড়ার চিকিৎসক ডা: সামির হোসেন মিশুর হাতে পুন্ড্র পদক প্রদান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য প্রদান করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।
শনিবার রাতে দেবব্রত মৈত্র’র নতুন উপন্যাস দেবা ও গল্পগ্রন্থ অল্পক্ষনের গল্প বইদুটির মোড়ক উন্মোচন করেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তি। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের উপাধ্যক্ষ খৈয়াম কাদের। সভাপতিত্ব করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। রবিবার নির্ধারিত আলোচক ছিলেন চর্চা সাংস্কৃতিক একাডেমির সভাপতি মাফুজুল ইসলাম রাজ, দৈনিক উত্তরের দর্পন পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু ও নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী।
বগুড়া শহীদ মিনার প্রাঙ্গনকে ঘিরে বইমেলায় ৬০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে ঢাকা-বগুড়ার বিভিন্ন প্রকাশনীর নিত্য নতুন বই পাওয়া যাচ্ছে। বইমেলায় প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সঙ্গিত, নাটক, আবৃত্তি পরিবেশন করছেন। বুধবার বগুড়া বইমেলায় শিশুদের পদচারণা ছিল সবচেয়ে বেশি। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠি, শেরপুর থিয়েটার, স্বপন রাঙা খেলাঘর আসর, করতোয়া নাট্যগোষ্ঠি, আমরা কজন শিল্পী গোষ্ঠি, পাঠকপন্য পাঠশালা, নন্দন শিল্পী গোষ্ঠি, ত্রিতাল, কদমতলী ঐকতান সাংস্কৃতিক সংসদ, বন্ধন শিল্পী গোষ্ঠি, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, বগুড়া থিয়েটার, নবগীতি, বুলবুল নৃত্যকলা, মন্দিরা সাংস্কৃতিক পরিষদ, সুরের ছোঁয়া সঙ্গিত নিকেতন, নান্দনিক নাট্যদল। এছাড়া দিনভর অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন