
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১২ বছর বয়সী এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন দুধসাগর পুকুরের পশ্চিম পাড়ে বাঁশ ঝাড় থেকে বস্তবন্দি মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পথচারীরা বাঁশ ঝাড়ে একটি বস্তা দেখতে পেলে সেটি খুলে মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মেয়েরটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসীর ধারনা দুবৃর্ত্তরা ওই কিশোরীকে অপহরণ করে সম্ভ্রমহানী শেষে শ্বাসরোধ করে হত্যা করে। মেয়েটির গলায় ও শরীরের নির্যাতনের চিহ্ন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজি পাড়া গ্রামের হাসানুর রহমানের ১২ বছরের মেয়ে বেশকিছু দিন যাবৎ নানা বাড়ি জঙ্গলমারায় মা সহ বসবাস করছিল। গতকাল মেয়েটি হঠাৎ নিখোঁজ হলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে শেষে মাইক দিয়ে পৌর শহরে প্রচারণা চালিয়েও খুঁজে পায়নি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন ওই কিশোরীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছে এলাকাবাসী।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন