বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি | Daily Chandni Bazar বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৫৬
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন
মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি

বগুড়ায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় রবিবার সকালে সদর উপজেলার তেলিপুকুর হরিগাড়ী  এলাকায় হাফিজুল ইসলাম(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

নিহত হাফিজুল ফাঁপোড় ইউনিয়নের হাতেম আলীর ছেলে। পুলিশ নিশ্চিত করেছেন যে,  নিহত হাফিজুল মানসিক ভারসাম্যহীন ছিলেন।
জানা যায়, হাফিজুল বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। সকালে হরিগাড়ী এলাকায় গেলে সেখানে অজ্ঞাত এক পরিবহন তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে সদর থানার মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন জানান, নিহত হাফিজুলের লাশ মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন