ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মার্চ, ২০২২ ১৫:২০
ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শাবনুরের (৮) ও মঙ্গলবার (১ মার্চ) সকালে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শাবনুর চরআলগী গ্রামের ফালান মিয়ার মেয়ে ও সানজিদা একই গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে।

সোমবার দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী বালিরঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে নৌকাডুবে নিখোঁজ হয় তারা। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান বলেন, সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক শিশুর মরদেহ উদ্ধার করে। আজ সকালে নদে ভাসমান অবস্থায় আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন