দুপচাঁচিয়ায় বন বিভাগের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় বন বিভাগের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মার্চ, ২০২২ ২২:৩০
দুপচাঁচিয়ায় বন বিভাগের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় বন বিভাগের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ

বগুড়া সামাজিক বনবিভাগের আওতাধীন দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে ২০০২-০৩ সনে সৃজিত বাগানের উপকারভোগী সদস্যদের মাঝে গাছ বিক্রির লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে এ চেক তুলে দেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ইউএনও মুহাঃ আবু তাহির, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, নূর মোহাম্মাদ আবু তাহের, আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, পৌরসভার প্যানেল মেয়র মহিদুল ইসলাম, দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএমম আক্তারুজ্জামান প্রমুখ। এদিন উপজেলার পরানপুর হতে দুপচাঁচিয়া সীমানা  পর্যন্ত ২.৪ কিলোমিটার বাঁধ বাগানের ১২জন উপকারভোগী সদস্যদের মাঝে প্রত্যেককে ৪৩হাজার ৬শত ৬০টাকা করে মোট ৫লক্ষ ২৩হাজার ৯শত ৩০ টাকার লভ্যাংশের চেক বিতরণ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন