দুপচাঁচিয়ায় ওষুধ খাওয়ানোর সময় শিশুর মৃত্যু | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় ওষুধ খাওয়ানোর সময় শিশুর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ মার্চ, ২০২২ ০০:৫৮
দুপচাঁচিয়ায় ওষুধ খাওয়ানোর সময় শিশুর মৃত্যু
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় ওষুধ খাওয়ানোর সময় শিশুর মৃত্যু

দুপচাঁচিয়ায় ওষুধ খাওয়ানো সময় গতকাল মঙ্গলবার আয়েশা আক্তার নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আয়েশা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহুয়াকুড়ি গ্রামের আমিনুর রহমানের মেয়ে। জানা যায়, ঘটনারদিন দুপুরে মেয়ে আয়েশা আক্তারকে তার মা চাঁদনী বেগম ডায়রিয়ার ওষুধ মেট্রোনিডাজল ট্যাবলেটের চার ভাগের এক ভাগ পানি দিয়ে খাওয়াতে গেলে শিশুটির গলায় তা আটকে যায়। এসময় শিশুটির অবস্থার অবনতি হলে দ্রুত তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওষুধ খাওয়ার সময় যেকোনোভাবে গলায় আটকে গিয়ে শিশুটি মারা গেছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন