ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোবিন্দগঞ্জ পৌরসভার মুজিববর্ষ উদযাপন | Daily Chandni Bazar ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোবিন্দগঞ্জ পৌরসভার মুজিববর্ষ উদযাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ মার্চ, ২০২২ ০১:০৭
ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোবিন্দগঞ্জ পৌরসভার মুজিববর্ষ উদযাপন
ষ্টাফ রিপোর্টার

ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোবিন্দগঞ্জ পৌরসভার মুজিববর্ষ উদযাপন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ৯টি ওয়ার্ডে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ আয়োজন। সকালে পৌর চত্বরে সংক্ষিপ্ত আলোচনা শেষে ভ্রাম্যমান এ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। এরপর ট্রাকে স্থাপিত মুক্তমঞ্চে সাংস্কৃতিক কর্মীদের নিয়ে ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে আলোচনা সভা ও সাংস্কৃতিমনা শিল্পীদের নিয়ে গান পরিবেশন করা হয়। শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমন আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক ও উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এম এ মতিন মোল্লা; কাউন্সিলর শাহিন আকন্দ, রিমন তালুককানুপুর, জাহাঙ্গীর আলম জাফু, মিজানুর রহমান, মোখলেছুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর স্ইুটি প্রমুখ।
মেয়র মুকিতুর রহমান রাফি প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আত্নজীবনি ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য পৌরসভার উদ্যোগে ব্যতিক্রম এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন