বাইডেনের প্রশংসায় দুর্লভ অভিব্যক্তি ওয়াশিংটনের বিচারপতির | Daily Chandni Bazar বাইডেনের প্রশংসায় দুর্লভ অভিব্যক্তি ওয়াশিংটনের বিচারপতির | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ মার্চ, ২০২২ ১৫:২৯
বাইডেনের প্রশংসায় দুর্লভ অভিব্যক্তি ওয়াশিংটনের বিচারপতির
অনলাইন ডেস্ক

বাইডেনের প্রশংসায় দুর্লভ অভিব্যক্তি ওয়াশিংটনের বিচারপতির

কংগ্রেসে স্থানীয় সময় মঙ্গলবার (১ মার্চ) রাতে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় অবসরগ্রহণ করতে যাওয়া ওয়াশিংটনের সুপ্রিম কোর্টের বিচারপতি স্টিফেন ব্রেয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রেসিডেন্ট বাইডেন বিচারপতি স্টিফেনের কাজের ভূয়শী প্রশংসাও করেন।

প্রেসিডেন্ট বাইডেনের মুখে প্রশংসাবাক্য শুনে আবেগাপ্লুত হয়ে শিশুসুলভ আচরণ করেন স্টিফেন ব্রেয়ার। সিএনএন এক প্রতিবেদনে তার সেই অভিব্যক্তির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন স্টিফেন ব্রেয়ার। তিনি অবসরে যাচ্ছেন অল্প কিছুদিনের মধ্যে। জানা গেছে এই বিচারপতির জায়গা নেবেন নতুন এক কৃষ্ণাঙ্গ নারী। ব্রেয়ার যে অবসরে যাচ্ছেন, তা তিনি আগেই প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়ে দিয়েছেন। সাধারণত যুক্তরাষ্ট্রে বিচারপতিদের মেয়াদ জুনে শেষ হয়। বাইডেনকে দেওয়া এক চিঠিতে স্টিফেন জানান, চলতি মেয়াদ শেষে তিনি আর থাকছেন না।

সূত্র: সিএনএন

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন