নাটোরে হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যা | Daily Chandni Bazar নাটোরে হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ মার্চ, ২০২২ ১৭:০০
নাটোরে হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যা
অনলাইন ডেস্ক

নাটোরে হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যা

নাটোরের লালপুরে হাত-পায়ের রগ কেটে জুয়েল (৩২) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ মার্চ) ভোরে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েলএকই গ্রামের ছাকেন আলীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে বাড়ির পেছনের মাঠে জুয়েলকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে সকালে নিহতের চাচাত ভাই লিখন খেজুরের রস নামাতে গিয়ে গোঙ্গানোর শব্দ পেয়ে এগিয়ে গেলে রক্তাক্ত জুয়েলকে দেখেন। লিখন তার বড়ির লোকজনদের নিয়ে জুয়েলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ছাকেন আলী বলেন, প্রতিবেশী রাজ্জাক ও আমার ছেলে শরিফুলের সঙ্গে জমি নিয়ে মামলা চলমান আছে। কিছুদিন আগে মামলার ডিগ্রি পেয়েছি। এ মামলার জের ধরে আমার ছেলেকে খুন করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোরের আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন