সিরাজগঞ্জে দুই অস্ত্র ব্যবসায়ী আটক | Daily Chandni Bazar সিরাজগঞ্জে দুই অস্ত্র ব্যবসায়ী আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ মার্চ, ২০২২ ১৭:০৩
সিরাজগঞ্জে দুই অস্ত্র ব্যবসায়ী আটক
অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে দুই অস্ত্র ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার।

আটকরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাওড়া নতুনপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে বেলাল হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুর রহিম ব্যাপারীর ছেলে মো. লিটু ব্যাপারী (৪০)।

খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বেলকুচি উপজেলার বাওড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব ওয়ার্কশপ থেকে অবৈধ দেশীয় অস্ত্র তৈরি করে জেলা শহরসহ আশপাশের এলাকায় অস্ত্র বিক্রি করে আসছিলেন।

তিনি আরও জানান, এ ঘটনায় বেলকুচি থানায় উদ্ধার আলামতসহ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন