জাহাজে হামলায় হাদিসুরের মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক | Daily Chandni Bazar জাহাজে হামলায় হাদিসুরের মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ মার্চ, ২০২২ ১৭:১০
জাহাজে হামলায় হাদিসুরের মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক
অনলাইন ডেস্ক

জাহাজে হামলায় হাদিসুরের মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নাবিক হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শুক্রবার (৩ মার্চ) দুপুরে এক বিবৃতিতে এ সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘কাণ্ডজ্ঞানহীন যুদ্ধের এমন ট্রাজেডিতে হাদিসুর রহমানের মৃত্যুতে শোকাহত বাংলাদেশের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।’

গত ২৩ ফেব্রুয়ারি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করে। পরদিন রাশিয়ার হামলা শুরু হলে জাহাজটি বন্দরে আটকাপড়ে।

বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বাংলার সমৃদ্ধিতে হামলার ঘটনা ঘটে। এতে জাহাজে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে নাবিকদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার ক্ষতবিক্ষত দেহ জাহাজের ফ্রিজে সংরক্ষণ করা হয়।

হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজার এলাকায়। তিনি ওই এলাকার চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মো. আবদুর রাজ্জাক (অবসরপ্রাপ্ত শিক্ষক) ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে।

এদিকে, জাহাজে হামলার পর সেখানে অক্ষত থাকা ২৮ নাবিক তাদের নিরাপত্তা নিশ্চিতের আকুতি জানান। পরে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ৮টায় তাদের জাহাজ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই ২৮ নাবিককে এখন যুদ্ধকালীন নিরাপদ স্থান অর্থাৎ বাংকারে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।

অন্যদিকে বাংলাদেশি জাহাজে হামলায় নাবিক নিহতের ঘটনায় শোক জানিয়েছে ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস। যুদ্ধের মধ্যে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে ইউক্রেনের গণমাধ্যমে খবর এলেও রাশিয়া বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার না করেই বলেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন