বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পরিবহন ব্যবসায়ীর মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পরিবহন ব্যবসায়ীর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ মার্চ, ২০২২ ০১:২৯
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পরিবহন ব্যবসায়ীর মৃত্যু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায়
পরিবহন ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় শুক্রবার দুপুরে শহরের নওদাপাড়া এলাকায় লেমন হাসান লিপু (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

লিপু পেশায় একজন পরিবহন ব্যবসায়ী ও শহরের বৃন্দাবনপাড়ার মৃত জাহিদুল হাসানের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে তিনি বগুড়া শহরের দিকে ফিরছিলেন। নিহত ব্যক্তি বগুড়া থেকে মহাস্থান এর দিকে যাচ্ছিলেন। পেছন দিক থেকে আসা একটি সিএনজি তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলসহ মহাসড়কে ছিঁটকে পড়ে যান। এরপরেই সিএনজির পেছেনে থাকা দুটি মোটরসাইকেল নিহতকে ধাক্কা দিলে তিনি মহাসড়ক থেকে ছিঁটকে পাশের রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।
 
বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন  মিঞা বলেন, দুর্ঘটনার শিকার লিপু চিকিৎসাধীন অবস্থায় টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে আনুমানিক বিকেল ৫টায় মারা যান। ইতিমধ্যেই নিহতের মরদেহ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন