'জয়বাংলা' জাতীয় স্লোগান হওয়ায় বগুড়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল | Daily Chandni Bazar 'জয়বাংলা' জাতীয় স্লোগান হওয়ায় বগুড়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ মার্চ, ২০২২ ০১:৩২
'জয়বাংলা' জাতীয় স্লোগান হওয়ায় বগুড়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল
ষ্টাফ রিপোর্টার

'জয়বাংলা' জাতীয় স্লোগান হওয়ায় 
বগুড়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

'জয়বাংলা' জাতীয় স্লোগান ঘোষণা হওয়ায় শুক্রবার বগুড়ায় জেলা ছাত্রলীগের সদ্য সাবেক নেতাকর্মীদের আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আসলাম হোসাইনের সভাপতিত্বে এদিন বিকেলে  শহরের সাতমাথা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। 

আনন্দ মিছিলে সাবেক ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা অরণ্য তপু, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আরিফুল আলম শাওন, সাবেক উপ ছাত্রবৃত্তি সম্পাদক ফজলে রাব্বী, সানোয়ার হোসেন, ছাত্রনেতা রিয়াউর রহমান রিয়াল, শরিফুল ইসলাম বাবু, আরাফাত হাসান শুভ, আহসান গালিব প্লাবন, মাসুম বিল্লাহ, সাব্বির, সজল, নাহিদ, আরাফাত, ওয়ালিদ, আহসান বিশ্ব, মীম, বিশাল, শাওন,  সজীব, রনি সহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আনন্দ মিছিলে 'জয়বাংলা' জাতীয় স্লোগান হিসেবে গেজেট ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সকলে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন