সদরের বাঘোপাড়ায় সরকারী হাটের জন্য জায়গা দিয়ে সহযোগীতা করতে চায় একজন সমাজসেবক নারী | Daily Chandni Bazar সদরের বাঘোপাড়ায় সরকারী হাটের জন্য জায়গা দিয়ে সহযোগীতা করতে চায় একজন সমাজসেবক নারী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ মার্চ, ২০২২ ২৩:১২
সদরের বাঘোপাড়ায় সরকারী হাটের জন্য জায়গা দিয়ে সহযোগীতা করতে চায় একজন সমাজসেবক নারী
মহাস্থান বগুড়া প্রতিনিধিঃ

সদরের বাঘোপাড়ায় সরকারী হাটের জন্য জায়গা দিয়ে সহযোগীতা করতে চায় একজন সমাজসেবক নারী

 বগুড়া সদরের বাঘোপাড়ায সরকারী হাটের জায়গা না থাকায় সেচ্ছায় সরকারকে জায়গা দিতে আগ্রহী এক ব্যবসায়ীর পত্নী সমাজ সেবক রুপসা পাটোয়ারী 

সরে জমিনে জানা গেছে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাঘোপাড়া সরকারী হাটটির জায়গা ৪ লেনের রাস্তা হওয়ার কারণে  কোন অবশিষ্ট নেই। এমনকি কোথায় হাট বসবে তাও কেউ জানেনা। হাটের সাধারণ ব্যবসায়ীরা জানান যদি হাটের জায়গার ব্যবস্থা না হয়, তাহলে আমরা কোথায় যাব? কি করে খাবো? আর ক্রেতাগণ বলেন যদি হাটটি উঠে যায় তাহলে ৪/৫ কিঃ মিঃ দুরে যেয়ে আমাদেরকে বাজার করতে হবে। হাটের জায়গা দেওয়ার সিদ্ধান্ত কারী আঃ মালেকের স্ত্রী ও আব্দুল খালেকর পুত্র বধু সমাজ সেবক  ছনি খাতুন রুপসা পাটোয়ারী জানান আমি স্ব প্রণোদিত হয়ে সরকারকে বাঘোপাড়া হাটের জন্য হাটের পূর্ব পাশে নিরিবিলি স্থানে আমাদের জায়গা প্রদান করব। যাতে করে সাধারণ লোকজনের দূর্ভোগ দুর হয়, মহাসড়কের পাশে থেকে হাট স্থানান্তর করলে   বিভিন্ন সময়ে দূর্ঘটনা থেকে বাজারে আসা ক্রেতাগণ ও ব্যবসায়ীরা  রক্ষা পাবে এব্ং সরকারী রাজস্বও আদায় হবে। তাই বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন