বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে পুকুরের জমি-জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রেহেনা আক্তার মিলি (৪০) নামে বিধবা এক সন্তানের জননী খুন হয়েছে। সোমবার সকাল সাড়ে সাত টায় বাড়ির সামনে রাস্তার পাশের্^ রিপু মিয়ার বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে মিলিকে নির্মম ভাবে ছুরিকাঘাত করে হত্যা করে প্রতিপক্ষরা। সে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আলাল ইসলাম বুলু এর মেয়ে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান, মৃত দেহ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন নিয়ামতপুর গ্রামের মৃত: দেলোয়ার হোসেন এর ছেলে শামীম (৫২) ও তার এর স্ত্রী রুনা বেগম (৩৫), আকবর আলীর ছেলে সিদ্দিক মন্ডল। এঘটনায় তার বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন