জয়ী না হওয়া পর্যন্ত কিয়েভেই থাকার ঘোষণা জেলেনস্কির | Daily Chandni Bazar জয়ী না হওয়া পর্যন্ত কিয়েভেই থাকার ঘোষণা জেলেনস্কির | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ মার্চ, ২০২২ ১৬:২৩
জয়ী না হওয়া পর্যন্ত কিয়েভেই থাকার ঘোষণা জেলেনস্কির
অনলাইন ডেস্ক

জয়ী না হওয়া পর্যন্ত কিয়েভেই থাকার ঘোষণা জেলেনস্কির

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ গড়িয়েছে ১৩তম দিনে। ইউক্রেনের বিভিন্ন শহরে থেমে থেমে চলছে হামলা, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধের মাঠ থেকে সরে দাঁড়াতে রাজি নন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি সর্বশেষ একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘‘আমি লুকাইনি...আমি কারও ভয়ে ভীত নই। (আমি থাকবো)... যুদ্ধে জয়ের জন্য যতক্ষণ থাকতে হয়।’’

ইনস্টাগ্রামে পোস্ট করা করা হয় তার সেই ভিডিও। তিনি নিজের অফিস থেকে রাতের কিয়েভের দৃশ্যও দেখান ওই ভিডিওতে।

মাত্র ১৭ বছর বয়সেই থিয়েটারে কৌতুক অভিনেতা হিসেবে জীবন শুরু করেন ভলোদিমির জেলেনস্কি। পরবর্তীতে কাজ করেছেন বেশ কয়েকটি টিভি সিরিজ ও সিনেমায়। শুধু তাই নয় প্রতিষ্ঠিত করেছেন ‘কাভারটাল ৯৫’ নামের নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও।

জেলেনস্কি আলোচনায় আসেন তার নির্মিত ও অভিনীত টিভি সিরিজ ‘সারভেন্ট অব দ্য পিপল’- এ প্রেসিডেন্ট চরিত্রে অভিনয় করে। সিরিজটি ২০১৫-২০১৮ সাল পর্যন্ত প্রচারিত হয় ইউক্রেনের একটি চ্যানেলে। এই সিরিজটির নামেই নিজের রাজনৈতিক দলের নাম দিয়েছেন জেলেনস্কি। মাত্র ৪১ বছর বয়সেই ৭৩ শতাংশ বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে আবারও আলোচনায় জেলেনস্কি।

সূত্র: দ্য গার্ডিয়ান

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন