অস্ট্রেলিয়ায় বন্যায় মৃত্যু ২০, দুটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা | Daily Chandni Bazar অস্ট্রেলিয়ায় বন্যায় মৃত্যু ২০, দুটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ মার্চ, ২০২২ ১৬:১৪
অস্ট্রেলিয়ায় বন্যায় মৃত্যু ২০, দুটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় বন্যায় মৃত্যু ২০, দুটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে গত দুই সপ্তাহ ধরে টানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে গেছে বহু ঘরবাড়ি। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন রাজ্য দুটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

স্থানীয় সময় বুধবার (৯ মার্চ) লিসমোর শহর পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। তবে প্রধানমন্ত্রী স্কট মরিসন স্থানীয় ও জলবায়ু বিশেষজ্ঞদের তোপের মুখে পড়েন সেখানে। পরে তিনি প্রতিবাদকারীদের সঙ্গে দেখা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

গত দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে রাজ্য দুটিতে। পানিতে ডুবে গেছে ঘরবাড়িসহ নানা স্থাপনা। লোকজনকে বন্যা দুর্গত এলাকা থেকে সরাতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

সূত্র: বিবিসি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন