ক্ষতিগ্রস্ত মন্দির-প্রতিষ্ঠান পাচ্ছে ৪৪ লাখ টাকা | Daily Chandni Bazar ক্ষতিগ্রস্ত মন্দির-প্রতিষ্ঠান পাচ্ছে ৪৪ লাখ টাকা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মার্চ, ২০২২ ১৬:৩৯
ক্ষতিগ্রস্ত মন্দির-প্রতিষ্ঠান পাচ্ছে ৪৪ লাখ টাকা
অনলাইন ডেস্ক

ক্ষতিগ্রস্ত মন্দির-প্রতিষ্ঠান পাচ্ছে ৪৪ লাখ টাকা

নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার জেলায় হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে তিন জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ৪৪ লাখ ৭৫ হাজার টাকার চেক ইস্যু করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মােট ৩১ টি মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানের অনুকূলে মােট ৪৪ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক অতি দ্রুত হস্তান্তর করা হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকেও এ ধরনের সহযােগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন