ইউক্রেনের দখল করা শহরে রুশপন্থি নতুন মেয়র | Daily Chandni Bazar ইউক্রেনের দখল করা শহরে রুশপন্থি নতুন মেয়র | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২২ ১৪:৩৯
ইউক্রেনের দখল করা শহরে রুশপন্থি নতুন মেয়র
অনলাইন ডেস্ক

ইউক্রেনের দখল করা শহরে রুশপন্থি নতুন মেয়র

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছেই। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরই মধ্যে একের পর এক শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। এবার ইউক্রেনের দখল করা শহর মেলিটোপোলে রুশপন্থি নতুন মেয়র নিযুক্ত করার খবর পাওয়া গেছে।

রুশপন্থি নতুন মেয়র গ্যালিনা ড্যানিলচেঙ্কো আগে সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে উগ্রবাদী কর্মকাণ্ড থেকে বিরত থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে নতুন মেয়র নিয়োগের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন অনেকে। সম্প্রতি শহরটির মেয়র অপহৃত হন বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে, রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয়দের তীব্র লড়াই চলছে। স্থানীয়রা বলছেন, কিছুক্ষণ পরপর পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ। দেশটির প্রেসিডেন্ট দাবি করেছেন শিশুসহ আরও সাতজন বেসামরিক লোক নিহত হয়েছেন রুশ সেনাদের হামলায়।

সূত্র: সিএনএন

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন