ইরাকের কুর্দি অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা | Daily Chandni Bazar ইরাকের কুর্দি অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২২ ১৪:৪০
ইরাকের কুর্দি অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
অনলাইন ডেস্ক

ইরাকের কুর্দি অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের রাজধানী ইরবিলে ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তবে হামলায় কোনো হতহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৩ মার্চ) এই ঘটনাকে ‘ভয়াবহ হামলা’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন ইরবিলে থাকা যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক হতাহত হননি। 

আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সন্ত্রাসবিরোধী বাহিনীর বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মিসাইলগুলো নির্দিষ্টভাবে কোথায় পড়ে তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

সূত্র: আল-জাজিরা

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন