![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত বছরের চেয়ে বেশি।
শনিবার (১২ মার্চ) সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসি খবরে বলা হয়, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন ইয়েমেনের ও একজন সিরিয়ার নাগরিক রয়েছেন। তারা একাধিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।
কারো কারো বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। এছাড়া অনেকের বিরুদ্ধে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ এবং দেশে অস্ত্র পাচারের অভিযোগ আনা হয়েছে।
গত বছর দেশটিতে মোট ৬৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০২০ সালে ২৭ জনের। ২০১৬ সালে একদিনে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন