একাদশে ভর্তিতে পঞ্চম ধাপের আবেদন শুরু ১৫ মার্চ | Daily Chandni Bazar একাদশে ভর্তিতে পঞ্চম ধাপের আবেদন শুরু ১৫ মার্চ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২২ ১৫:০৯
একাদশে ভর্তিতে পঞ্চম ধাপের আবেদন শুরু ১৫ মার্চ
অনলাইন ডেস্ক

একাদশে ভর্তিতে পঞ্চম ধাপের আবেদন শুরু ১৫ মার্চ

কলেজ পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগবঞ্চিত শিক্ষার্থীদের পঞ্চম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী ১৫ মার্চ। ঘোষণা অনুযায়ী আগামী ২২ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এর মাঝে ১৭ মার্চ ভর্তির সার্ভার বন্ধ থাকবে।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, যারা আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের জন্য পঞ্চম ধাপে অনলাইন আবেদন করার সুযোগ দেয়া হচ্ছে।

এর আগে ২০২১ সালের এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩০ ডিসেম্বর। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

গত বছরের ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেয়া হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন