সাংবাদিকদের কল্যানে কাজ করাই বাংলাদেশ সাংবাদিক জোটের উদ্যেশ্য --------- মশিউর রহমান | Daily Chandni Bazar সাংবাদিকদের কল্যানে কাজ করাই বাংলাদেশ সাংবাদিক জোটের উদ্যেশ্য --------- মশিউর রহমান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২২ ২৩:২৭
সাংবাদিকদের কল্যানে কাজ করাই বাংলাদেশ সাংবাদিক জোটের উদ্যেশ্য --------- মশিউর রহমান
সাজু সভাপতি- রায়হান সেক্রেটারী- নুরনবী প্রচার সম্পাদক
মহাস্থান বগুড়া প্রতিনিধিঃ

সাংবাদিকদের কল্যানে কাজ করাই বাংলাদেশ সাংবাদিক জোটের উদ্যেশ্য
--------- মশিউর রহমান

রবিবার সকাল ১১টায় বগুড়ার খান্দার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক জোট (রেজিঃএস- ১৩০১৪/২০২০) বগুড়া জেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সাইদুর রহমান সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সাংবাদিকদের পেশার গুরুত্ব, সন্মান,সমস্য ও সমাধান কল্পে কি কি করনীয় আছে তা তুলে ধরে গুরুত্বপূর্ন আলোচনা করেন বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি মশিউর রহমান। তিনি আরও বলেন সাংবাদিকেরা সমাজের দর্পন। সত্য নিষ্ঠ সাংবাদিকতায় প্রকৃত সাংবাদিকদের মহান পেশা হওয়া উচিৎ। বাংলাদেশ সাংবাদক জোট বগুড়া জেলা কমিটি সাংবাদিকদের কল্যানে কাজ করবে বলে আমি আশা করি। সভাপতি সাইদুর রহমান সাজু, ( দৈঃসাতমাথা, মুক্ত বার্তা), সহ সভাপতি খাজা রতন( দেশের পত্র), শমশের নুর খোকন ( দৈঃ উত্তর কোণ), সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম ( গণ মানুষের আওয়াজ), প্রচার সম্পাদক নুরনবী রহমান (৭১ বাংলা টিভি), ) যুগ্ন সম্পাদক আর এম লোটাস ( মহনা টিভি), খালেদ (বিটিভি ক্যামরা পার্সন) কোষাধক্ষ শাকিব হোসেন( সকালের আনন্দ), সহ কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম আকাশ ( দৈঃ চিত্র, চাঁদনী বাজার), সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোর্শেদ( চ্যানেল এস), ধর্মীয় সম্পাদক মুফতি আরিফুর রহমা ( নতুন খবর), ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান মনির( দৈঃ ইছামতি নিউজ),স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাকিম সামিউল ইসলাম (দৈঃ সকালের আনন্দ) , সাংস্কৃতিক সম্পাদক এরশাদ হোসেন ( আড়াল অনুসন্ধান লাইভ - ২৪), কার্যনির্বাহী সদস্য খলিলুর রকমান( দৈঃ নয়া দিগন্ত), মোহাম্মাদ আলী ( দৈঃ আমার সংবাদ), রাসেল ইসলাম আকাশ, আব্দুস সালাম,সাখাওয়াত হোসেন, সুলতান আহম্মেদ সহ ২১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা কমিটি গঠন করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন