হত্যার পর মরদেহ ফেলা হয় জমিতে, সারারাত খুবলে খেলো শিয়াল | Daily Chandni Bazar হত্যার পর মরদেহ ফেলা হয় জমিতে, সারারাত খুবলে খেলো শিয়াল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২ ১৬:২৭
হত্যার পর মরদেহ ফেলা হয় জমিতে, সারারাত খুবলে খেলো শিয়াল
নিজস্ব প্রতিবেদক

হত্যার পর মরদেহ ফেলা হয় জমিতে, সারারাত খুবলে খেলো শিয়াল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়কের পাশে ধানের জমি থেকে শরিফুল ইসলাম (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার তেজখালী ইউনিয়নের ডোমরা কান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শরিফুল ওই ইউনিয়নের আকানগরবিল পাড় এলাকার এরশাদ মিয়ার ছেলে। সে পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিল।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার (১৪ মার্চ) দুপুর থেকে শরিফুলকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। আজ দুপুর ১২টার দিকে একটি জমিতে তার মরদেহ পাওয়া যায়। তবে সঙ্গে থাকা অটোরিকশার খোঁজ পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, কিশোর শরিফুলকে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। নির্জন স্থানে মরদেহটি পড়ে থাকায় সারারাত শেয়ালে কামড়ে ক্ষতবিক্ষত করেছে।

ওসি রাজু আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন