ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ | Daily Chandni Bazar ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২২ ১৫:২৩
ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ
অনলাইন ডেস্ক

ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ

রাজধানীর আনন্দবাজার বাবুপুরা পুলিশ ফাঁড়ির পাশে ময়লার স্তূপ থেকে একদিনের নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির জানান, খবর পেয়ে আনন্দবাজার বাবুপুরা পুলিশ ফাঁড়ির পাশে ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, ওই নবজাতকের মরদেহ কে ফেলে গেছেন সেটা জানার চেষ্টা চলছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নবজাতকটি ছেলে শিশুর। ধারণা করা হচ্ছে গত রাতেই নবজাতকটি ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে ফেলে রেখে যায়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন