শেরপুরে পৃথক অভিযানে ১০০ পিচ টাপেন্টাডল ও ৩ বোতল ফেন্সিডিল সহ আটক ৩ | Daily Chandni Bazar শেরপুরে পৃথক অভিযানে ১০০ পিচ টাপেন্টাডল ও ৩ বোতল ফেন্সিডিল সহ আটক ৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২২ ২৩:৪৩
শেরপুরে পৃথক অভিযানে ১০০ পিচ টাপেন্টাডল ও ৩ বোতল ফেন্সিডিল সহ আটক ৩
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে পৃথক অভিযানে ১০০ পিচ টাপেন্টাডল ও ৩ বোতল ফেন্সিডিল সহ আটক ৩

বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ১০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট ও ৩ বোতল ফেন্সিডিল সহ তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার মৃত ভুশন চন্দ্র রায়ের ছেলে সুজন কুমার রায় (৪০), পৌর শহরের কোর্টপাড়া এলাকার সেফাত হোসেনের ছেলে মো: শামীম হোসেন উজ্জল (৪৩) ও উপজেলার কুসুম্বী ইউনিয়নের মৃত আলেক উদ্দিনের ছেলে ইয়সিন আলী পুটু (৪৫)। সুজন রায়কে টাউন কলোনী চৌধুরি পাড়া এলাকা থেকে ১০০ পিচ টাপেন্টাডল সহ আটক করা হয়, শামীম হোসেন উজ্জলকে ৩ বোতল ফেন্সিডিল সহ কলেজরোড এলাকা থেকে এবং একই স্থান থেকে ইয়াসিন আলী পুটুকে ন্শোগ্রস্থ অবস্থায় আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে নেশাদ্রব্য বিক্রয় ও সেবনকারী হিসেবে পৃথক পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন