প্রকাশিত : ১৮ মার্চ, ২০২২ ১১:৩৬
কুষ্টিয়ায় ৫১ ভরি স্বর্ণালংকারসহ পাচারকারী আটক
অনলাইন ডেস্ক
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে ৫১ ভরি ১৩ আনা স্বর্ণালংকারসহ ক্ষুদিরাম বিশ্বাস (৬০) নামের একজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে পোড়াদহ রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।
তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলা এলাকার বাসিন্দা।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (ওসি) মনজের আলী বলেন, স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫১ ভরি ১৩ আনা স্বর্ণ পাওয়া যায়। এগুলোর মধ্যে চেইন, চুড়ি ও কানের দুল রয়েছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে। আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন