ব্রেড বাস্কেটে ২০০ জাহাজ আটকে রেখেছে রাশিয়া | Daily Chandni Bazar ব্রেড বাস্কেটে ২০০ জাহাজ আটকে রেখেছে রাশিয়া | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ মার্চ, ২০২২ ১১:১২
ব্রেড বাস্কেটে ২০০ জাহাজ আটকে রেখেছে রাশিয়া
অনলাইন ডেস্ক

ব্রেড বাস্কেটে ২০০ জাহাজ আটকে রেখেছে রাশিয়া

ইউরোপের কৃষ্ণসাগরে "বিশ্বের ব্রেড বাস্কেট" খ্যাত রুটে খাদ্যশস্য বোঝাই প্রায় ২০০ জাহাজকে আটকে রেখেছে রাশিয়া। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জান যায় এমন তথ্য।

বহির্বিশ্বের বিশেষজ্ঞরা জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। তাই রাশিয়ার পক্ষ থেকে এবার খাদ্যশস্য রপ্তানি নাও করা হতে পারে। আর সে উদ্দশ্যেই হয়তো তারা খাদ্যশস্য বোঝাই জাহাজ আটকে রেখেছে। এভাবে চলতে থাকলে বিশ্বের বহু দেশে খাদ্যসংকট তীব্র থেকে তীব্রতর হবে।

এদিকে জাহাজ আটকে রাখার কারণ হিসেবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের নৌবাহিনী কৃষ্ণসাগরে মাইন বিছিয়ে রেখেছে। সেখানে জাহাজ চলাচল করলে যেকোনো সময় ঐসকল মাইনের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণেই তারা জাহাজগুলোকে আটকে রাখা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন