স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ | Daily Chandni Bazar স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ মার্চ, ২০২২ ১১:২০
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
অনলাইন ডেস্ক

স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, রাতে কামরুল নামের এক ব্যক্তির গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। এ সময় ৪-৫ জন লোক জোরপূর্বক তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এ ব্যাপারে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার তার ডাক্তারি পরীক্ষা হতে পারে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন