১৬ পরিবারের সব পুড়ে ছাই | Daily Chandni Bazar ১৬ পরিবারের সব পুড়ে ছাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ মার্চ, ২০২২ ১১:২১
১৬ পরিবারের সব পুড়ে ছাই
অনলাইন ডেস্ক

১৬ পরিবারের সব পুড়ে ছাই

রাঙামাটি শহরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৬টি ঘর। যাতে বসবাস করতো ১৬ পরিবার। শুক্রবার (১৮ মার্চ) বিকেলে তবলছড়ির পশ্চিম ওমদামিয়া পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়ার্ড কাউন্সিলর মো. নুরনবী বলেন, স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুতই এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসাইন বলেন, আমরা ৫টা ২০ মিনিটে খবর পেয়ে রওনা হই। এরপর দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে পাঁচ মালিকের প্রায় ১৬টি বসতঘর পুড়ে গেছে।

বিল্লাল আরও জানান, একজনের রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতের তথ্য জেনেছি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন