প্রকাশিত : ১৯ মার্চ, ২০২২ ১১:২৭
দ. আফ্রিকাকে হারানোয় টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটির ক্রিকেট দলকে হারানোয় তামিম-সাকিবদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার স্বাগতিকদের ৩৮ রানে হারিয়েছে তামিম ইকবাল নেতৃত্বাধীন টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশের মাটিতে ওয়ানডেতে এবারই প্রথম হারালো বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, স্মরণীয় এই জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়সহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খেলোয়াড়দের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন