নেশার ঘোরে বাজনার তালে নাচতে নাচতে নিজের বুকে ছুরি! | Daily Chandni Bazar নেশার ঘোরে বাজনার তালে নাচতে নাচতে নিজের বুকে ছুরি! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ১৩:৫৯
নেশার ঘোরে বাজনার তালে নাচতে নাচতে নিজের বুকে ছুরি!
অনলাইন ডেস্ক

নেশার ঘোরে বাজনার তালে নাচতে নাচতে নিজের বুকে ছুরি!

ভারতের মধ্যপ্রদেশে বৃহস্পতিবার রাতের ঘটনা এটি। বন্ধুদের সঙ্গে নেশা করার পর ‘হোলিকা দহন’ পালন করছিলেন এক ব্যক্তি। গান-বাজনার সঙ্গে নাচছিলেন তারা। মূহুর্তেই ঘটলো অন্যরকম ঘটনা।

গোপাল সোলাঙ্কি নামে এক ব্যক্তি নিজের বুকে ছুরি বসিয়ে দিলেন। এমন পরিস্থিতি দেখে ছুটে আসেন এক নারী। দেখতে পান যে গোপালের শরীর থেকে রক্ত ঝরছে। হাতে ছুরি নিয়ে নাচছিলেন গোপাল।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইনদওরের বনগঙ্গা এলাকায়। হতবাক স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন