রাশিয়ার আগ্রাসনে কিয়েভে শিশুসহ নিহত ২২৮ | Daily Chandni Bazar রাশিয়ার আগ্রাসনে কিয়েভে শিশুসহ নিহত ২২৮ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ১৩:৫৯
রাশিয়ার আগ্রাসনে কিয়েভে শিশুসহ নিহত ২২৮
অনলাইন ডেস্ক

রাশিয়ার আগ্রাসনে কিয়েভে শিশুসহ নিহত ২২৮

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত শুধু রাজধানী কিয়েভেই চার শিশুসহ ২২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ মার্চ) কিয়েভ নগর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

এক বিবৃতিতে কিয়েভ প্রশাসন জানিয়েছে, হামলায় আহত হয়েছেন ৯১২ জন।

এদিকে, রুশ সেনাদের মাইকোলাইভ হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের সামিরক এক কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাইকোলাইভ নৌ ঘাঁটিতে রাশিয়ার হামলায় ৪০ জন সেনা নিহত হয়েছেন।

ইউক্রেনের ওই কর্মকর্তা জানান, ৩৬তম ইউক্রেনীয় নৌ পদাতিক ব্রিগেডের একটি ঘাঁটিতে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র যেমন, ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। ইউক্রেন-রাশিয়ার লড়াই গড়িয়েছে ২৫তম দিনে। বেসামরিক লোক হতাহতের পাশপাশি ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিলেও থামতে নারাজ পুতিন সরকার। হামলা বন্ধে সোচ্চার বিশ্বের অন্যান্য দেশগুলো। তবে শর্ত না মানা পর্যন্ত রুশ সরকার হামলা অব্যাহত রেখেছে।

সূত্র: রয়টার্স

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন