ইউক্রেনের সুমি শহরে রাসায়নিক প্ল্যান্ট থেকে ছড়াচ্ছে অ্যামোনিয়া | Daily Chandni Bazar ইউক্রেনের সুমি শহরে রাসায়নিক প্ল্যান্ট থেকে ছড়াচ্ছে অ্যামোনিয়া | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ মার্চ, ২০২২ ১৪:৫৩
ইউক্রেনের সুমি শহরে রাসায়নিক প্ল্যান্ট থেকে ছড়াচ্ছে অ্যামোনিয়া
অনলাইন ডেস্ক

ইউক্রেনের সুমি শহরে রাসায়নিক প্ল্যান্ট থেকে ছড়াচ্ছে অ্যামোনিয়া

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের শহর সুমির একটি রাসায়নিক প্ল্যান্ট থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ছে। স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) সুমির আঞ্চলিক গভর্নর দিমিত্র ঝিভিৎস্কি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুমায়খিমপ্রম রাসায়নিক কারখানায় স্থানীয় সময় ৪টা ৩০ মিনিট থেকে অ্যামোনিয়া গ্যাস বের হতে শুরু করে। রাসায়নিক কারখানাটির পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে গ্যাস ছড়ানোর শঙ্কা রয়েছে। তবে কী কারণে গ্যাস নির্গত হচ্ছে, তা উল্লেখ করেননি ঝিভিৎস্কি। লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথাও জানান তিনি।

সুমি অঞ্চলটি এখনো রুশ সেনাদের দখলে। এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ২৬তম দিনেও হামলা অব্যাহত রয়েছে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। ইউক্রেন-রাশিয়ার লড়াই গড়িয়েছে ২৪তম দিনে। এরই মধ্যে কয়েকশ মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিলেও থামতে নারাজ পুতিন সরকার। অন্যদিকে, হার মানতে রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সূত্র: আল-জাজিরা, বিবিসি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন